রয়টার্সের দুই সাংবাদিকের কারাদণ্ডে বিশ্বজুড়ে নিন্দা
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রাষ্ট্রীয় গোপন নথি সংগ্রহের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ডেনমার্কসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এ রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়েছে।
আজ সোমবার (৩ সেপ্টেম্বর) এ রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। মিয়ানমারে রয়টার্সের প্রতিনিধি ওয়া লোন এবং কিয়াও সোয়ের ৭ বছরের কারাদণ্ডের এ রায় মিয়ানমারের গণতন্ত্রের জন্য আঘাত হিসেবে উল্লেখ করেন তারা।
এছাড়া মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের কো-অর্ডিনেটর কেনাত অস্তবি’ও রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি দাবী করেছেন।