৬ ইঞ্জিন বিশিষ্ট সবচেয়ে বড় বিমান
বিশ্বের সবচেয়ে বড় বিমান এখন ইউক্রেনে। ৬ ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানের নাম এএন-২২৫ মৃয়া। এর মালিক আন্তোনোভ এয়ারলাইন্স। এই বিমান বহন করতে পারে যুদ্ধে ব্যবহারের ১০টি ট্যাঙ্ক। এর যে পাখা তা দুটি ফুটবল মাঠের সমান।
বিমানটি গ্রিস যাওয়ার পথে ব্রিটেনের রয়েল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে শুভেচ্ছা হিসেবে অবতরণ করে। এরপর উড়ে যায় গ্রিসে। এর মালিক সংস্থা এখন এটিকে কার্গো হিসেবে ব্যবহার করছে।
বলা হচ্ছে, এতে ২৫০ টন পর্যন্ত পণ্য বহন করা হবে। বিমানটি ব্রিটেনে অবতরণ করার মতো রানওয়ে নেই। তাই তা যাতে যাওয়ার পথে ব্রিটেনে শুভেচ্ছা সফরে অবতরণ করতে পারে সে জন্য আন্তোনোভ এয়ারলাইন্স সম্প্রতি ব্রিটেনের স্ট্যানস্টেড বিমানবন্দরে একটি নতুন ঘাঁটি নির্মাণ করে। ইউক্রেনে নির্মিত আকাশের এই দানবের দৈর্ঘ্য ২৭৫ ফুট বা ৮৪ মিটার। পাখার বিস্তার ২৮৮ ফুট বা ৮৮ মিটার, যা একটি ফুটবল মাঠের দ্বিগুণ।