আরিফ আলভী পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত

পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির প্রার্থী ড. আরিফুর রেহমান আলভি দেশটির ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে বেসরকারি প্রাথমিক ফলাফলে জানা গেছে। দেশটির জাতীয় সংসদ, সংসদের উচ্চকক্ষ সিনেট ও চারটি প্রাদেশিক পরিষদে আজকের ভোটাভুটির ফল গণনা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত চলছিল।

নির্বাচন কমিশন আগামীকাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে বলে কথা থাকলেও পাকিস্তানের গণমাধ্যম এরইমধ্যে বেসরকারি ফলাফল জানিয়ে দিয়েছে।

সর্বশেষ পাওয়া খবরে আরিফ আলভি ২১২ ভোট, জমিয়তে উলামায়ে ইসলামির ফজলুর রহমান ১৩১ ভোট এবং পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান ৮১ ভোট পেয়েছেন।

বেসরকারি ফলাফল ঘোষিত হওয়ার পর আরিফ আলভি সন্তোষ প্রকাশ করে ‘এত বড় দায়িত্ব’ দেয়ায় তেহরিকে ইনসাফ দলের নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামী পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালনের সময় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন এবং তাদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন আলভি। আগামী ৮ সেপ্টেম্বর বর্তমান পাক প্রেসিডেন্ট মামনুন হুসেইনের মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button