রেমিটেন্সে ফি আরোপ করবে না সৌদি আরব
সৌদি আরবে বিভিন্ন দেশের কর্মরত প্রবাসী নাগরিকরা তাদের দেশে বছরে ৩ হাজার ৮’শ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা পাঠিয়ে থাকেন। সৌদি সরকার এ অর্থের ওপর ‘রেমিটেন্স ফি’ আরোপ করতে যাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে তা নাকচ করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে বিভিন্ন দেশের ১ কোটিরও বেশি নাগরিক কর্মরত রয়েছেন। সৌদি অর্থমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর কোনো রেমিটেন্স ফি আরোপ করা হচ্ছে না।
সৌদি অর্থমন্ত্রণালয় বিবৃতিতে জানায়, দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ও সৌদি অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য অবদান নিশ্চিত করতে এধরনের কোনো রেমিটেন্স ফি আরোপ করা হবে না। গত বছর জানুয়ারিতে সৌদি অর্থমন্ত্রণালয় একই ধরনের গুজব প্রত্যাখ্যান করেছিল। গত এপ্রিলে কুয়েতে বিভিন্ন দেশের কর্মরত প্রবাসী নাগরিকদের ওপর রেমিটেন্স ফি আরোপ করায় দেশটি এখাত থেকে ২৩০ মিলিয়ন ডলার আয় করছে।