৯০ দিনের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত ইসি
নির্বাচন কমিশনার বি. জে. (অব.) মো. জাবেদ আলী বলেছেন, এখন থেকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য ইসি প্রস্তুত রয়েছে। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইসি বলেন, আইন অনুযায়ী যেকোনো দিন সংসদ ভেঙে গেলে পরবর্তী ৯০ দিনে নির্বাচন করতে হবে। সেই হিসেবে আগামী ৯০ দিনের মধ্যে আমরা নির্বাচন করতে প্রস্তুত। জাবেদ আলী বলেন, আমাদের ভোটার তালিকা, কেন্দ্র তালিকা, উপকরণ সংগ্রহ শেষ পর্যায়ে। আগামী মাসের মধ্যে দাতা সংস্থাদের দায়িত্বে থাকা উপকরণ চলে আসবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কমিশনকে সর্বদা প্রস্তুত থাকতে হয়। আগামী নির্বাচনে প্রতিটি প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি বলেও জানান তিনি।