ইইউ’তে থাকার পক্ষে ৫৯ শতাংশ ব্রিটিশ
নতুন জরিপ
পুনরায় গণভোট হলে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’তে থাকার পক্ষে ৫৯ শতাংশ ব্রিটিশ নাগরিক ভোট দেবে বলে নতুন একটি জরিপে দেখা গেছে। জরিপে দেখা যায়, নতুন করে ভোট দেওয়ার সুযোগ পেলে ৫৯শতাংশ ভোটে ব্রেক্সিটের বিপক্ষে ভোট পড়বে, অন্যদিকে ইইউ’থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেবে ৪১শতাংশ ব্রিটিশ।
বুধবার ‘ন্যাটস্যান’ ও ‘দ্য ইউকে ইন এ চেঞ্জিং ইউরোপ’র গবেষণায় জরিপটি প্রকাশিত হয়। ২০১৬ সালের পর থেকে এবিষয়ে যত জরিপ হয়েছে, দেখা গেছে নতুন এ জরিপটিতে ইইউ’তে থাকার পক্ষে এবারই সবচেয়ে বেশি ব্রিটিশ তাদের মতামত দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ১৭.৪ মিলিয়ন অথবা ৫১.৯ শতাংশ ভোটার ইইউ’থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে তাদের মতপ্রকাশ করেছে। অন্যদিকে, ১৬.১ মিলিয়ন অথবা ৪৮.১ শতাংশ ব্রিটিশ এতে থেকে যাওয়ার পক্ষে মত দেন।
এর ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা। যদিও, এখনও ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রাসেলসের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন হবে এবং চার দশকের অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যতের বিষয়ে কোনও সুস্পষ্ট চুক্তিতেই পৌঁছাতে পারেনি ব্রিটেন ও ইইউ।