পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
শেষ মুহূর্তে তপু বর্মনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। সাফ সুজুকি কাপের ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিল স্বাগতিকরা। এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে খেলার ৩ মিনিটে গোল করেছিলেন জাতীয় দলের এ তারকা ফুটবলার।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর গ্রুপ বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তাই গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল বাংলাদেশ। ৬২ শতাংশ সময় ধরে বল দখলে রাখে স্বাগতিকরা। ৩৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এ জয়ের ফলে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে রইলো বাংলাদেশ। তাই এ জয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। আর নেপালের বিপক্ষে ২-১ গোলে জয় পায় পাকিস্তান। নেপাল তাদের প্রথম ম্যাচে হারলেও আজ ভুটানের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে।
এবার তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসছে বাংলাদেশে। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট। ২০০৩ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০০৯ সালে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই হয়তো বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।