অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন মেহরীন ফারুকী
কোনো রাজনৈতিক দপ্তরে প্রথম মুসলিম নারী
অস্ট্রেলিয়ার আইনসভার সিনেটের শূন্য পদে দেশটির প্রথম মুসলিম নারী হিসাবে মেহরীন ফারুকী নামের একজনকে নিয়োগ দেয়া হয়। মেহরীন ফারুকী ১৫ আগস্ট নিয়োগ পান।
বিবিসি অস্ট্রেলিয়ার ‘Stronger for our diversity’ নামক অনুষ্ঠানে মেহরীন ফারুকী জানান, তিনি পাকিস্তানে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে অস্ট্রেলিয়ার গ্রীন পার্টির একজন রাজনীতিবিদ হিসাবে দেশকে সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, সিনেটর হিসাবে ‘অস্ট্রেলিয়ার জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।’
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জন্য বর্তমানে প্রয়োজনীয় দরকারি বৈচিত্র্য আনতে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দবোধ করেন। তিনি আশা করেন, দেশটির আইনসভায় তার উপস্থিতি অস্ট্রেলিয়ার অ-শেতাঙ্গদের উৎসাহিত করবে।
‘বাস্তবতা হচ্ছে আমাদের আইনসভা অস্ট্রেলিয়ার রাস্তাঘাঁট এবং উপকূলীয় অঞ্চলগুলোর জন্য খুব কমই কাজ করেছে। ধীরে হলেও এধরনের বিষয়ের পরিবর্তন হচ্ছে।’
মেহরীন ফারুকী ১৯৯২ সালে তার পরিবারের সাথে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। রাজনীতিতে যোগ দানের পূর্বে তিনি একজন শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। তিনি প্রকৃতি প্রোকৌশলের (Environmental Engineering) ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০১৩ সালের অস্ট্রেলিয়ার নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশটির কোনো রাজনৈতিক দপ্তরে প্রথম মুসলিম নারী হিসাবে যোগদান করেন।