টি-১০ মিডিয়া কাপ অনুষ্ঠিত
শাহীন খান: ক্রিকেট এর মাধ্যমে বাংলা মিডিয়া কমিউনিটি কে এক কতারে নিয়ে আসার প্রয়াসে কেনারী ওয়ারফ গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় “টি-১০ মিডিয়া কাপ” অনুষ্ঠিত হয়ে গেল গত ৮ই সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের হেকনিমার্শ ক্রিকেট গ্রাউন্ডে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট আটটি দল প্রথম বারের মত অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয়। লন্ডন বাংলা প্রেস ক্লাব, এ টি এন বাংলা, চ্যানেল এস ও ইকরা বাংলা, এক গ্রুপে এবং টি ভি ওয়ান, ওরগানাইজার ইলেভেন, চ্যানেল আই ও বেতার বাংলা অন্য গ্রুপে খেলায় অংশগ্রহণ করে ।
প্রতিটি দলে মোট আটজন করে খেলোয়াড় নিয়ে দশ ওভারের এ খেলায় প্রথম গ্রুপ থেকে এ টি এন বাংলা ও দ্বিতীয় গ্রুপে বেতার বাংলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উন্নীত হয়।
ফাইনালে ১০ উইকেট এ বেতার বাংলাকে পরাজিত করে এটিএন বাংলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজকদের পক্ষে জাকির খান, শহীদুল আলম রতন, মোস্তাক আলী বাবুল, আবু সুফিয়ান, নাহিদ নেওয়াজ রানা, জেএমজি কার্গোর এমডি মনির আহমদ, এটিএনবাংলার ডায়রেক্টর সুফি মিয়া, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দল, ম্যান অবদ্যা ফাইনাল ফোহাদ, সেরা বলার ফোহাদ, সেরা ব্যাটসম্যান সোহাগ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট সোহাগকে পুরস্কার তুলেদেন।
ভালো খেলার জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট সোহাগকে বাংলাদেশের রির্টান বিমান টিকেট জেএমজি এয়ারকার্গোর পক্ষে প্রদান করা হয়।