মুসলমানদের কাছে ক্ষমা চাইলেন কানাডার রাজনীতিবিদ
কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরের কনজারভেটিভ রক্ষণশীল পার্টির প্রতিনিধি সাইবারস্পেসে ইসলামবিরোধী বার্তা প্রকাশের জন্য মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিন বছর আগে রাজনীতিবিদ সিন্দি রাস তার ফেসবুকে ইসলাম বিরোধী বেশ কয়েটি মন্তব্য করেছিলেন। সম্প্রতি সেসব মন্তব্যের জন্য তিনি মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, মুসলমানদের অপমান করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অবশ্যই সেদিনের মতামতের সাথে আমার আজকের মতামত সম্পূর্ণ ভিন্ন।
২০১৫ সালের নভেম্বর মাসে ক্যালগ্যারি শহরে একটি ইসলামিক সেন্টার নির্মাণের জের ধরে ফেসবুকে তার নিজস্ব পেজে মুসলমানদের নিয়ে অবমাননাকর উক্তি লিখেছিলেন। তখন তিনি মুসলমানদেরকে ব্যাংক ডাকাতদের সাথে তুলনা করেছিলেন।
ফোর্ট ম্যাকমুরি ইসলামি কেন্দ্র এই পোস্টগুলিকে অপমানজনক বলে বর্ণনা করেছে।
এছাড়াও নিউ ডেমোক্র্যাটিক পার্টি (NDP) সিন্দি রাসের এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়েছে এবং এই মন্তব্যসমূহকে বর্ণবাদী মতামত বলে অবিহিত করেছে।