ক্ষুব্ধ কিন্তু বিস্মিত নই : আযমপুত্র
এই রায়টি সম্পূর্ণ ন্যায়ভ্রষ্ট রায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আযমী। তিনি বলেন, এ রায়ে আমরা অত্যন্ত ক্ষুব্ধ কিন্তু বিস্মিত নই।
সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।
আযমপুত্র বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। এই রায়ে সরকারের মানসিকতার প্রতিফলন হয়েছে।
তিনি বলেন, আমার পিতার বিরুদ্ধে এ মামলা এবং রায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ দায়ের করেছে।
তিনি বলেন, আমার বাবার রাজনৈতিক আদর্শ মোকাবেলায় ব্যর্থ হয়ে মিথ্যা ও সাজানো ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, ট্রাইব্যুনালে সাজানো বিচার হচ্ছে। সরকার পক্ষের ইচ্ছামতো সবকিছু চলছে। বিচারের শুরু থেকেই আমরা জানতাম রায় কি হবে। তাই বিশেষ প্রতিক্রিয়া নেই।
তিনি বলেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করবো। আশা করছি সেখানে ন্যায় বিচার পাবো।