বাংলাদেশে দ্রুত বাড়ছে অতি ধনীর সংখ্যা
লন্ডন ভিত্তিক ওয়েলথ এক্স’র প্রতিবেদন
বিশ্বে অতি ধনী জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে বলে এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়েলথ এক্স’ গত ৫ সেপ্টেম্বর এই অতি ধনীদের ওপর তাদের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির মতে, অতি ধনী বলে তাদেরই বোঝানো হয়, যাদের সম্পদের পরিমাণ তিন কোটি ডলার বা তার চেয়েও বেশি।
‘ওয়ার্ল্ড লেটেস্ট আল্ট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ অনুসারে, গত পাঁচ বছরে (২০১২-২০১৭) বাংলাদেশে অতি ধনীর সংখ্যা বাড়ছে ১৭ দশমিক তিন শতাংশ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চীনের অতি ধনীর সংখ্যা বাড়ার হার ১৩ দশমিক ৭ শতাংশ।
এছাড়াও দুই ডিজিটে থাকা অতি ধনীর সংখ্যার বৃদ্ধির তালিকায় পর্যায়ক্রমে রয়েছে ভিয়েতনাম (১২.৭ শতাংশ), কেনিয়া (১১.৭ শতাংশ) এবং ভারত (১০.৭ শতাংশ)।
সেরা দশের মধ্যে থাকা অন্য পাঁচটি দেশের মধ্যে রয়েছে- হংকং (৯.৩ শতাংশ), আয়ারল্যান্ড (৯.১ শতাংশ), ইসরায়েল (৮.৬ শতাংশ), পাকিস্তান (৮.৪ শতাংশ) এবং যুক্তরাষ্ট্র (৮.১ শতাংশ)। -ইউএনবি