এবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী বিল গেটস

Getsমাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। ফোবর্স ম্যাগাজিনের করা এই তালিকায় টানা ২০তম বারের মতো শীর্ষ স্থানটি গেটসের। প্রতিবছরই ম্যাগাজিনটি এই তালিকা প্রকাশ করে থাকে। গতকাল প্রকাশিত ফোবর্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪শ’ ধনীর সম্পদ ২০১৩ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ৪শ’ ধনীর সম্পদ ১৯ শতাংশ বেড়েছে। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ দশমিক ৭ ট্রিলিয়ন থেকে বেড়ে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। প্রত্যেকেই গড়ে ৫শ’ কোটি মার্কিন ডলার সমপরিমাণ সম্পদের মালিক। এই গড় সম্পদের পরিমাণ ২০১২ সালে ছিল ৪২০ কোটি মার্কিন ডলার। দেশটির শীর্ষ ধনী ৫৭ বছর বয়সী বিল গেটসের বর্তমান সম্পদ ৭২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। আর এরপরই রয়েছেন গেটসের বন্ধু ওয়ারেন বাফেট। গত বছর বাফেট ১ বিলিয়ন মার্কিন ডলার দান করেন। কিন্তু তারপরও তার ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ বেড়ে বর্তমানে ৫৮ দশমিক ৫ বিলিয়নে দাঁড়িয়েছে। তালিকায় স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের ৪শ’ শীর্ষ ধনীর গড় বয়স ৬৬। তাদের মাঝে মাত্র ৩২ জনের বয়স ৪৮ বা তার চেয়ে কম। আর সবচেয়ে কমবয়সী বিলিওনিয়ার নির্বাচিত হয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২৯ বছর বয়সী জুকারবার্গ তালিকায় ২০তম স্থানে রয়েছেন। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ৪১ বিলিয়ন ডলার সম্পদের মালিকানা নিয়ে আমেরিকার তৃতীয় ধনী নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ ৩১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। তিনি তালিকায় ১০ম স্থানে রয়েছেন। ১৩ দশমিক ৪ বিলিয়ন সম্পদ নিয়ে মিডিয়া টাইকুন রুপার্ট মারডক রয়েছেন তালিকার ৩০তম স্থানে। মিডিয়া সেলিব্রেটি অপেরা উইনফ্রে এবার তালিকার ১৮৪তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button