ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল (রূপসী বাংলা) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হোটেলের উদ্বোধন করা হয়।
এ সময় দেশি-বিদেশিরা উপস্থিত ছিলেন।
১৯৬৬ সালে শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর যাত্রা শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
১৯৮৪ সালে এটি ব্যবস্থাপনার দায়িত্ব নেয় শেরাটন। ২০১১ সালের এপ্রিলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডকে (বিএসএল) বুঝিয়ে দেয় শেরাটন কর্তৃপক্ষ। ওই সময় এর নাম বদলে রাখা হয় ‘রূপসী বাংলা’।
পরে ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষের সঙ্গে সরকারের ৩০ বছরের চুক্তি হলে হোটেলটির সংস্কার শুরু হয়। ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে সংস্কারের জন্য বিরতিতে যায় এই হোটেল। সংস্কারের কাজ শেষে ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইচএস) কাছে এটি হস্তান্তর করা হয়।