দায়িত্ব শেষ হওয়া মাত্রই মেরে ফেলা হলো প্রিন্সের কুকুরকে !
প্রিন্স উইলিয়ামকে নিরাপত্তা প্রদানকারী প্রশিক্ষিত দুই কুকুরকে মেরে ফেলা হয়েছে। মেইল অনলাইনের একটি খবরে এমনটাই দাবি করা হয়েছে। রয়্যাল এয়ার ফোর্সে যুদ্ধ বিমানের পাইলট হিসেবে দায়িত্বরত ছিলেন প্রিন্স উলিয়াম তখনই তাকে বাড়তি নিরাপত্তার জন্য নিয়োগ দেয়া হয়েছিল দুটি প্রশিক্ষিত কুকুরকে।
বেলজিয়ান শেপার্ড ব্রুস এবং জার্মান শেপার্ড ব্লেড প্রিন্সের বাড়ি ফেরার পরই দায়িত্বচ্যুত হয়।
রয়্যাল এয়ার ফোর্সের ভাষ্যমতে, কুকুর দুটিকে প্রিন্সের নিরাপত্তাদানের দায়িত্ব পালনের পর ‘রিঅ্যাসাইন্ড’ বা পুনরায় কোনো দায়িত্বে দেয়া সম্ভব হয়নি। একারণেই তাদের সরিয়ে দেয়া হয়েছে।
তবে কুকুর দুটিকে দায়িত্বচ্যুত করার পর মেরে ফেলা হয়েছে বলে যে খবর দেয়া হয়েছে সেটাকে অনভিপ্রেত বলে জানায় কর্তৃপক্ষ।
রয়্যাল এয়ার ফোর্সের মূখপাত্র জানান, কুকুর দুটি আমাদের সাধারণ নিরাপত্তা পেট্রল ডগ ছিল। দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর তাদের মৃত্যু নিশ্চিতভাবেই কাকতালীয়।