কোম্পানীগঞ্জ বর্ণি ষ্টুডেন্ট ফোরামের শিক্ষার্থী সংবর্ধনা
কোম্পানীগঞ্জে বর্ণি ষ্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০১৮ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে গত রোববার সকাল ১১টায় বর্ণি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণি ষ্টুডেন্ট ফোরামের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও মো. সয়দুজ্জামান সাচ্ছার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবি বাংলা বিভাগের এসফিল গবেষক ও মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান আজির হাসিব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও মোয়াজ বিন জাবাল (রঃ) কোরআনিক ইন্সটিটিউট’র প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্ণি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী আব্দুল খালিক, সাবেক সভাপতি মুহিবুর রহমান, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলাউর রহমান, বর্ণি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফজলুর রহমান, বদরুল আলম, ইছহাক আহমদ, শেকর রঞ্জন তালুকদার, সালমা আক্তার, রুমি আক্তার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুদ্দীন, ইসমাইল আলী, ইয়াছিন আলী, আব্দুস সালাম, নজরুল ইসলাম, সোনা মিয়া, আতাউর রহমান, বাবুল মিয়া, আব্দুল মজিদ বাবুল, এখলাছ আলী, ফয়ছল আহমদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবুল হোসাইন, অর্থ সম্পাদক আরাফাত তাঞ্জিল আনোয়ার, সিনিয়র সদস্য ইসহাক আহমদ, সহ-সভাপতি বশিরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশর, সিনিয়র সদস্য হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক এলাইছ আহমদ, অর্থ সম্পাদক এমদাদুর রহমান, প্রচার সম্পাদক সোহেল রানা, সহ প্রচার সম্পাদক জামাল খাঁন, দপ্তর সম্পাদক কবির আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক নোমান আহমদ, সদস্য মনজুর আহমদ, এনাম আহমদ, আরজে সোহেল, আল আমিন, লায়েক আহমদ প্রমুখ।