লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলাকারীদের দুজন শনাক্ত
সম্প্রতি লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারীদের দুজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন এটিএন বাংলা ইউকে’র প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স। সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন হাফিজ। এটিএন বাংলা ইউকে’র অফিসে তথ্যমন্ত্রীর ওপর হামালার ঘটনার ব্যাখ্যা দিতে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়।হাফিজ বলেন, পুলিশের আইডেনটিটি প্যারেডে এটিএন বাংলার ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে আমি দুজনকে চিনতে পেরেছি। সিসিটিভির ফুটেজ সরবরাহ করার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে হামলাকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়েছেন বলে জানান। হামলাকারীরা বিরোধী দলের কর্মী ইঙ্গিত করে তিনি বলেন, এটা একটা পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। হামলাকারীরা পূর্ব লন্ডনে বসবাস করে এবং বিরোধী দলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা গেছে ।তবে আইনগত কারণে তিনি হামলাকারীদের নাম এবং দলীয় পরিচয় প্রকাশ করতে অপারগতা জানান । পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে হামলাকারীদের রাজনৈতিক পরিচয়সহ মদদদাতাদের সন্ধান পাওয়া যাবে বলেও আশা করছেন এটিএন বাংলার কর্মকর্তা।তিনি বলেন, এটিএনের ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় হামলাকারীরা মোট ৭জন ছিল। ২জন তথ্যমন্ত্রীকে হামলায় অংশ নেয় এবং অপর ১ জন পেছন থেকে হ্যান্ডিক্যামে তা ভিডিও করে। বাকিরা ছিল অফিসের বাইরে। হামলাকারীদের ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে নেয়া ছবিই ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।হামলাকারীদের নেতারা বিষয়টির সুরাহা করতে ইতিমধ্যে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছেন দাবি করে হাফিজ অপরাধিদের গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে অনড় রয়েছেন বলে জানান । সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, এটিএন বাংলা ইউকে’র ব্যবস্থাপনা পরিচালক সুফি মিয়া, ইউকে-বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব, সাধারণ সম্পাদক তাজ রহমান, সাংবাদিক নাহাস পাশা, শাহাব উদ্দিন আহমদ বেলাল, ইসহাক কাজল প্রমুখ।উল্লেখ্য, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ৯ সেপ্টেম্বর লন্ডনে এটিএন বাংলা ইউকে’র একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন।