হুমকির ভাষা পরিহার করা উচিত যুক্তরাষ্ট্রের : ইরান
ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের। গতকাল এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়েহ আফখাম। তিনি বলেন, পরিতাপের বিষয় হচ্ছে তারা শ্রদ্ধার ভাষার পরিবর্তে এখনও হুমকির ভাষা ব্যবহার করছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহার ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ইরানের জন্য একটি ‘শিক্ষা’ হতে পারে। রাসায়নিক অস্ত্রের চেয়ে পরমাণু ইস্যু অনেক বেশি বড় বলে মন্তব্য করেন তিনি। ইরানও কূটনৈতিক সমাধানের সুযোগ কাজে লাগাবে বলে আশা করেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের এ উক্তির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধার ভাষা ব্যবহারের আহ্বান জানান মারজিয়েহ।