ইইউ’র ভোক্তা আইন না মানলে বন্ধ হবে ফেসবুক, টুইটার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভোক্তা আইন মেনে না চললে ইইউ’র দেশগুলোতে বন্ধ করে দেওয়া হবে ফেসবুক, টুইটার। ইইউ’র পক্ষ থেকে সম্প্রতি এমন ঘোষণা দেওয়া হয়।
ইইউ’র পক্ষ থেকে বলা হয়, ফেসবুক, টুইটার অনলাইন প্লাটফর্মে ব্যবসা করছে। তারা ইইউ’র ভোক্তা আইন মানছে না। তাদের ইচ্ছেমত তারা কাজ করছে। এতে করে অনেক অনেক প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
ইইউ’র কমিশনার ভেরা যৌরভা বলেন, এজন্য আমরা পরিবর্তন চাচ্ছি। টুইটার, ফেসবুক আমাদের নীতি মেনে চলুক।
তিনি গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে বলেন, তারা (ফুসবুক, টুইটার) আমাদের সঙ্গে সমঝতা না করলে আমরা তাদের নিষিদ্ধ করতে বাধ্য হব। ইইউ’র দেশ গুলোতে এসব সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হবে।
অন্যদিকে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, আমরা ইতিমধ্যে ফেসবুকে ব্যাপক পরিবর্তন এনেছি। ইইউ’র ভোক্তা আইন মেনেই আমরা পরিবর্তন এনেছি।
এদিকে এখন পর্যন্ত টুইটারের পক্ষ থেকে কেউ এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।