ব্রেক্সিটের ‘অগ্রহণযোগ্য’ দাবি বর্জন করুন
ইইউ’কে থেরেসা মে
ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ’কে ব্রেক্সিট বিষয়ে সব ‘অগ্রহণযোগ্য’ দাবি বর্জনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়া, তার ‘গুরত্বপূর্ণ ও কার্যকর’ পরিকল্পনায় সাড়া দিতেও অনুরোধ জানান তিনি। এর আগে, ইইউ’র পক্ষ থেকে থেরেসা মে’কে আরও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
মে’র বরাত দিয়ে ব্রিটিশ সরকারের এক সূত্র জানায়, ‘আমি বিশ্বাস করি, ইইউ থেকে বের হয়ে আসার পরবর্তী ধাপ নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও কার্যকর প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সকল বিষয়ে ঐকমত্য হব এমন নয়। তবে, আশা করবো ইইউ যথেষ্ট আন্তরিকভাবে সাড়া দেবে।’