মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ইব্রাহিম

বিরোধী দলের বিজয় মেনে নিয়েছে মালদ্বীপ সরকার

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা ইব্রাহিম মোহাম্মাদ সলিহ জয়লাভ করেছেন। সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি বিস্ময়করভাবে আব্দুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন। ক্ষমতাসীন এ নেতার পক্ষে নির্বাচনে কারচুপি করা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকদের এমন মন্তব্যের পর অপ্রত্যাশিত এ ফলাফল ঘোষণা করা হয়।

সোমবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, সোলিহ ৫৮.৩৩ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন। ইয়ামিন ৪১.৭ শতাংশ ভোট পেয়েছেন।

এমন ফলাফল ঘোষণার পরপরই দেশব্যপী বিরোধী দলের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। এসময় তাদেরকে সলিহ’র মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হলুদ পতাকা বহন করতে এবং রাজপথে নাচতে দেখা যায়।

এ নির্বাচনে ইয়ামিনকে পরাজিত করতে সলিহ ছিলেন বিরোধী দলগুলোর একক প্রার্থী।

অন্য সব বিরোধী দলের প্রধান নেতারা কারাগারে বা নির্বাসনে থাকায় রোববারের অনুষ্ঠিত এ নির্বাচনে আর কোন প্রার্থী ছিল না।

মালদ্বীপ সরকার সোমবার দেশটির বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সলিহ ’র বিজয় মেনে নিয়েছে।

রোববারের নির্বাচনে ভারত ও শ্রীলঙ্কা সোলিহকে বিজয়ী হিসেবে অভিনন্দন জানানোর পর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী সোলিহ নির্বাচনে ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button