ভাইরাল ভিডিও

‘১৬ কোটি মানুষ, ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?’ (ভিডিও)

ভাইরাল হওয়া এ বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ১৪ কোটি মোবাইল ফোন দিয়েছেন৷ ভাইরাল হওয়া এ বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে হাস্যরসের।

২২ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা টাউন হল ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে বিমান ও ট্রেন যাত্রার পর সড়কপথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম-কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগ৷ এর অংশ হিসেবেই এ পথসভা।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের উন্নয়নের হিসেব দিচ্ছিলেন ওবায়দুল কাদের৷ বেকার ভাতা, বিধবা ভাতা, চাকরি, বিদ্যুৎসহ নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছিলেন তিনি৷ প্রতিটি ক্ষেত্রেই তিনি সামনে উপস্থিত সমর্থকদের জিজ্ঞেস করছিলেন, ‘কে দিয়েছে?’ জবাবে সমর্থকরাও চিৎকার দিয়ে বলছিলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’।

এরই এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায়, ‘১৬ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল, কে দিয়েছে?’ এবারও উত্তরে সমর্থকরা বলেন, ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’।

পুরো বক্তব্যের ১৪ সেকেন্ডের এই অংশটুকু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ অনেকেই নিজেদের ওয়ালে শেয়ার করছেন ভিডিওটি।

প্রতিটি ওয়ালে পোস্ট করা ভিডিওই দেখেছেন কয়েক লাখের ওপর মানুষ। কাদেরের বক্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে হাস্যরসেরও।

অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, সরকার জনগণকে এত মোবাইল ফোন দিয়ে থাকলে, তার মোবাইল ফোনটা গেল কোথায়! -ডয়চে ভেলে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button