পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
মুস্তাফিজ ৪টি, মিরাজ ২টি, রুবেল, মাহমুদুল্লাহ ও সৌম্য একটি করে উইকেট নেন
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার রাতে মুস্তাফিজের বোলিং জাদুতে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে টাইগাররা। মুস্তাফিজ ৪টি, মেহেদি হাসান মিরাজ ২টি, রুবেল, মাহমুদুল্লাহ ও সৌম্য একটি করে উইকেট নেন। ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) এশিয়া কাপের ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ।
বাংলাদেশের সামনে সুযোগ ছিল ফাইনালে যাওয়ার। আবুধাবিতে চলমান এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে সেই সুযোগকে বাস্তব রূপ দিল টাইগাররা। মাঠে উপস্থিত হাজার দশেক প্রবাসী প্রিয় দলের জয় প্রাণভরে উপভোগ করেছেন।
মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুনের ব্যাটে ভর করে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে মাশরাফি বাহিনী। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০২ রান করে পাকিস্তান। ফলে ৩৭ রানের জয় নিয়ে ১৪ তম এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।