মেহেরপুরে পুলিশের গুলিতে ১ শিবির কর্মী নিহত
মেহেরপুরে সড়ক অবরোধকালে জামায়াত ও শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে পুলিশের গুলিতে আহত জামায়াত-শিবিরের ৮ কর্মীর মধ্যে একজন মারা গেছেন। তার নাম দেলোয়ার হোসেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে এ ঘটনায় ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের রিকুইজিশন করা একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর পাঁচটা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, মেহেরপুর-মুজিবনগর সড়কের গৌরীনগর, মেহেরপুর-কাথুলি সড়কের কায়েমকাটা মোড়সহ বিভিন্ন সড়কে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হলে পুলিশ গুলি চালালে ৮ জামায়াত-শিবির কর্মী গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ছিলেন আক্তারুজ্জামান, রাফিউল ইসলাম, সুমন আলী, সুলতান আহম্মেদ, মানিক, নোমান, দেলোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুষ্টিয়ায় গাড়ির মধ্যে দেলোয়ার মারা যান। আহত পুলিশ সদস্যরা হলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন, এসআই মান্নান, কনস্টেবল আব্দুল হালিম, খাইরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও মিরুল আলীম। এদের মধ্যে এসআই মান্নানের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ সদস্যদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।