সৌদি আরবে ৩ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া তিন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা আগে থেকেই রোগাক্রান্ত ছিলেন এবং বার্ধক্যজনিত কারণেই তিনজনের মৃত্যু হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শরশের আলী কাজীর ছেলে মোহাম্মদ আফসার আলী কাজী (৬৭)। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হজমিশন কিনিক মদিনায় মারা যান। তার পাসপোর্ট নং অঋ০৬০১৭৫৮। মৃত অন্যজন হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইলিম ফকির (৭১), পাসপোর্ট নং অঋ০২৯৭৪৮৩। তিনি টপমোস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের মাধ্যমে হজ পালনের জন্য সৌদি আরবে আসেন। তৃতীয়জন হলেন সাতীরা সদর উপজেলার মৃত রহমত উল্লাহর ছেলে জুলফিকার আলী (৫৭)। তিনি গত শনিবার মদিনার লুলু আল দুবাইসি হোটেল কে রাত ৩টার দিকে মারা যান। জুলফিকার আলীর পাসপোর্ট নং ড০৪৭৮৩৬২। আইনি প্রক্রিয়া শেষে মৃতদের মক্কা ও মদিনায় দাফন করা হবে বলে জানিয়েছে হজমিশন সূত্র।