সম্পর্ক ছিন্ন করবে ব্রিটেন: ব্রেক্সিটমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আক্ষরিক অর্থেই সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব। অাজ সোমবার লন্ডনে অনুষ্ঠিতব্য এক সভায় ইইউয়ের বিরুদ্ধে অভিযোগ করে এ কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের আপোষের একটি মাত্রা আছে। তবে পরিস্থিতি যদি আয়ত্তের বাইরে চলে যায় সেক্ষেত্রে কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বের হয়ে আসার হুঁশিয়ারি দেন রাব।
সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার ইইউয়ের সাথে চুক্তি নিয়ে একটি কঠোর অবস্থানে এসেছেন। বিশেষ করে সম্প্রতি মে’র দেয়া ব্রেক্সিট বিষয়ক প্রস্তাবনা নিয়ে ইইউভূক্ত দেশগুলোর সাথে মতবিরোধ দেখা গেলে এ ব্রিটিশ সরকারও তার অবস্থান পরিবর্তন করেন। যদিও ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটি শুধুমাত্র নামেই হবে কিনা এ সংশয় প্রকাশ করেছেন ইইউ’র বেশ কয়েকজন মন্ত্রী। এছাড়াও ইইউ থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে ব্রিটেন সরকার শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। যুক্তরাজ্য থেকে নর্দান আয়ারল্যান্ডের আলাদা সীমান্ত নীতি করতে বাধ্য করবে বলেও ঐ সভায় প্রস্তাব রাখবেন তিনি।