৩টি ডে নার্সারী বন্ধের ব্যাপারে মেয়র জন বিগসের বক্তব্য
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বারার ৩টি ডে নার্সারী বন্ধের জন্য কাউন্সিলের আর্থিক চাপকে দায়ী করেছেন।
গত সপ্তাহে কেবিনেটে নার্সারী ৩টি বন্ধের সিদ্ধান্তের পর এক বিবৃতিতে তিনি বলেন, গত ৮ বছর ধরে স্থানীয় কাউন্সিল, স্কুল এবং আর্লি ইয়ারস এর বাজেট কাটা হয়েছে। প্রথমে কনজারভেটিব ও লিবডেম কোয়ালিশন সরকার এবং এরপর টোরী সরকার এই কাজটি করেছে। একারনে এধরনের কঠিন সিদ্ধান্ত নেয়া ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প রাস্তা খোলা ছিলো না।
মেয়র আরো বলেন, আমাদের স্থানীয় স্কুলগুলো এই ৩টি নার্সারীর অধিকাংশ খরচ চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছিলো। অন্যদিকে আর্থিক চাপে থাকার কারনে কাউন্সিলের পক্ষে তাদের খরচটি বহন না করা সম্ভব হচ্ছিলো না। কাউন্সিলকে এই দায়িত্ব নিতে হলে অন্যান্য সার্ভিসের বাজেট কাটতে হতো। এটা কোনভাবেই বাস্তবসম্মত ছিলো না।
মেয়র জানান, জনমত জরিপে অংশগ্রহনকারী ৫৩% নার্সারীগুলো বন্ধের পক্ষে মতামত দিয়েছেন। তবে আমরা বাসিন্দাদের এই মর্মে আস্থত্ব করতে চাই যে, কাউন্সিল কতৃক পরিচালিত স্পেশালিস্ট সার্ভিসগুলো চালু থাকবে।
মেয়র বলেন, গত ৮ বছর ধরে টোরী সরকারের বাজেট কাটের কারনে আমাদের পাবলিক সার্ভিসে মারাত“ক প্রেসার পড়েছে। আর এজন্যই ক্ষমতায় লেবার সরকারের প্রত্যাবর্তন প্রয়োজন।