‘বেক্সিটের জন্য ব্রিটেনকে বিভক্ত করা যাবে না’
নাচতে নাচতে মঞ্চে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবার নাচতে নাচতে মঞ্চে উঠলেন। মঞ্চে গিয়েই তিনি তার ব্রেক্সিট পরিকল্পনার কথা জানান।
থেরেসা মে বলেন, ব্রিটেন ভাগ হয় এমন কোনো সিদ্ধান্ত তিনি মানবেন না। দ্বিতীয় গণভোটের পরিকল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি।
এদিকে গতকাল বুধবার ইইউ কাউন্সিল জানিয়েছে, ব্রেক্সিট নিয়ে আগামী ১৭ অক্টোবর বৈঠকে বসবেন ইইউ নেতারা। ইইউভুক্ত রাষ্ট্র আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড অংশের মধ্যে বাণিজ্যিক শর্ত নির্ধারণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে ইইউয়ের পরামর্শ- নর্দার্ন আয়ারল্যান্ড ইউরোপীয় বাজারের অংশ হিসেবে থাকবে। আর বাকি যুক্তরাজ্য ইইউ থেকে আলাদা হবে। কিন্তু থেরেসা মে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।