এখন থেকে পাল্টা আক্রমণ : স্বরাষ্ট্রমন্ত্রী

সাতকানিয়ায় এক কনস্টেবল গুলীবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে শিবির কর্মীদের পাল্টা আক্রমণ করতে পুলিশকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে সাতকানিয়ার ঘটনাটি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখন থেকে এ ধরনের কোনো আক্রমণকে পুলিশ বাহিনী স্বাভাবিকভাবে নেবে না। প্রতি আক্রমণ করবে। যারা জড়িত তাদের সাবধান করে দিতে চাই, কেউ রেহাই পাবে না।”
হরতালে বুধবার সাতকানিয়ায় আহত হন পুলিশ কনস্টেবল ইকবাল। তার আগের দিন এনায়েত বাজারে পুলিশের একটি গাড়ি পোড়ানো হয়।
অগ্নিকা-স্থল পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ডিআইজি নওশের আলী খান, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশের সুপার কে এম হাফিজ আক্তার, র‌্যাব-৭ এর অধিনায়ক কমান্ডার এম সাহেদ করিম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে, তারা সমাজের শত্রু, জনগণের শত্রু।”
সাতকানিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা কা-গুলো ঘটিয়েছে, যারা উস্কানিদাতা, যারা অর্থদাতা, কাউকে ছাড় দেয়া হবে না।”
পুলিশের মনোবল ভেঙে যাচ্ছে কি না- এই প্রশ্নের জবাবে চট্টগ্রামে অন্য এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পুলিশ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় চলে। বর্তমানে গণতান্ত্রিক সরকার। “স্বৈরতান্ত্রিক সরকারের আমলে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা পুলিশকে সেভাবে ব্যবহার করছি না।”
সাতকানিয়ার হামলায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে ৩৬ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button