ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিএনপির মানববন্ধন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যুক্তরাজ্য বিএনপি। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, খসরুজ্জামান খসরু, মিসবাউজ্জামান সুহেল, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, ছাত্র সম্পাদক আবু নাছের শেখ (যুক্তরাজ্য বিএনপি), সাংগঠনিক সম্পাদক নুরে আলম সোহেল (ইস্ট লন্ডন বিএনপি), প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার (সেচ্ছাসেবক দল), কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি শফিকুল ইসলাম রিবলু, সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, ছাত্রনেতা ইমতিয়াজ এনাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (নিউহাম বিএনপি) মো: মাকসুদুর রহমান, সহ কোষাধ্যক্ষ আবু নোমান (যুবদল), সহ সাংগঠনিক সম্পাদক শিবলী শাহীদ খুশনবীশ (নিউহাম বিএনপি), প্রচার সম্পাদক মোঃ হাসনাইন (ইস্ট লন্ডন বিএনপি) সহ আরো অনেকে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ সকল বিএনপি নেতা কর্মীর মুক্তি দাবি এবং বাংলাদেশে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার তীব্র নিন্দা জানান। একই সাথে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button