ব্রিটেনকে ইউরোপিয় কমিশন
ব্রিটিশ গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা উচিত
আব্দুর রাজ্জাক: ব্রিটেনের গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস করা উচিত বলে মনে করেন ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট জীন ক্লাউড জাঙ্কার। গণমাধ্যমগুলো রাজনৈতিক ব্যক্তিদের সম্মানহানী করছে যা চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন। এমন মন্তব্যের জন্য তাকেও অসম্মানজনক সমালোচনার মুখোমুখি হতে হবে বলেও তিনি দাবি করেছেন।
‘আমি সবসময় বিস্মিত হই এই জন্য যে, আমাকে কিসের অপবাদ দেয়া হচ্ছে। ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হচ্ছে। কিন্ত সব কিছু জানা সত্ত্বেও গণমাধ্যমগুলো উভয় দিকের আরো সমস্যা খুঁজে বের করতে উঠে পড়ে লাগবে। কিন্তু ২০১৬ সালে বৃটিশরাতো এর জন্য রায় দিয়েই দিয়েছে’ বলে জাঙ্কার বৃহস্পতিবার এক স্বাক্ষাতকারে দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমা রাষ্ট্রগুলোর সামরিক জোট ন্যাটোর একটি বৈঠকে যোগদানকালে জাঙ্কার সহকারি ছাড়া হাঁটতে পারছিলেন না। তার মুখপাত্র অসুস্থ্যতার কথা দাবি করলেও গণমাধ্যম তাকে একজন নেশাগ্রস্থ হিসেবে উপস্থাপন করেছে। এর জন্য তিনি গণমাধ্যমের কাছে তার সম্মান ফিরিয়ে দিতেও আহ্বান জানিয়েছেন।