কবি নজরুলের নামে বিমানবন্দর হচ্ছে পশ্চিমবঙ্গে
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে নতুন বিমানবন্দর হচ্ছে তাঁর জন্মস্থান পশ্চিমবঙ্গ বর্ধমানে। ১০ হাজার কোটি রুপি ব্যয়ে বেসরকারি উদ্যোগে চুরুলিয়ার কাছে অন্ডালে হবে এই বিমানবন্দর ও বন্দরনগরী।
বৃহষ্পতিবার বর্ধমানের অ্যারোট্রোপলিস প্রকল্পের নতুন টারমিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার আগ্রহেই এই বিমানবন্দরের নাম নজরুলের নামে করা হয়। বর্ধমানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আরও বিনিয়োগ টানতে হলে অবকাঠামো ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সঠিক অবকাঠামো গড়ে উঠলে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নেও তা সহায়ক হবে।
তিনি জানান, এর ফলে হলদিয়া, ধানবাদ জামশেদপুরের মত শিল্পাঞ্চলের সঙ্গে সহজেই যোগসুত্র গড়ে তোলা যাবে। একই সঙ্গে পর্যটনের ক্ষেত্রেও এই হেলিকপ্টার সার্ভিস বিশেষ সহায়ক হবে।
এর আগে আসানসোলে নজরুলের নামে তৈরি হয়েছে একটি বিশ্ববিদ্যালয়। এ বছর থেকে সেই বিশ্ববিদ্যালয় কাজও শুরু করেছে।