ক্রিকেট নিয়ে আইসিসির নতুন নিয়ম
বিশ্ব ক্রিকেটের উন্নয়নে আইসিসি বিভিন্ন সময়ে নতুন নিয়ম চালু করে থাকে। সে ধারায় সম্প্রতি আইসিসি কিছু নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, যা নিম্নরুপ।
১) টেস্টে কোনও ইনিংসে ৮০ ওভার হয়ে গেলে ডিআরএস-এ আরও দুটি রিভিউ পাবে বোলিং বা ব্যাটিং টিম৷ বর্তমান নিয়মে গোটা ইনিংসে দুটি রিভিউ পাওয়া যেত
২) ৫০ ওভারের একদিনের ম্যাচ বর্তমান নিয়মে দু’প্রান্ত থেকে দুটি বলেই খেলা হবে৷ কিন্ত্ত ম্যাচ কোনও কারণে ২৫ বা তার কম ওভারের হলে একটি বলে খেলা হবে
৩) আইসিসি-র ক্রিকেট কমিটি দেখবে যাতে ভবিষ্যতে উন্নত নামের বল বানানো যায়, যা ৫০ ওভার স্থায়ী হতে পারে
৪) ডিআরএস পদ্ধতিকে আরও নিখুঁত করার লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য কী ভাবে নেওয়া যায়, সে জন্য তৈরি হবে বিশেষ ওয়ার্কিং গ্র“প
৫) ওভার রেট ঠিক রাখতে আরও কড়া হবেন আম্পায়াররা
৬) দুবাইয়ে অক্টোবরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর, ২০১৩ থেকে৷