সিসিক মেয়র আরিফের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ

অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে চাই: আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র হিসাবে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী। সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন মেয়র আরিফ। এসময় তার সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরভবনে আসলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চলতি বছরের ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে দ্বিতীয়বারের মত সিসিকের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। গত ৫ সেপ্টেম্বর শপথগ্রহণ করেন তিনি।

সিলেট সিটি কর্পোরেশনে টানা দ্বিতীয়বারের মত মেয়র পদে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ শেষে মেয়র আরিফ বলেন, ‘প্রথমে আমি গত মেয়াদের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করতে চাই। এই কাজগুলো শেষ করে গত নির্বাচনের ইশতেহারগুলো বাস্তবায়ন শুরু করব। এছাড়া নগরীর বিভিন্ন সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।’

তিনি বলেন, ‘নগরীর যেসব রাস্তাঘাটের কাজ শেষ হয়নি এবং নতুন করে ভেঙ্গেছে সেগুলো বর্ষা মৌসুমের আগেই শেষ করতে চাই। কেননা বৃষ্টি শুরু হয়ে গেলে কাজ করা যাবে না।’

আরিফ বলেন,‘নগরীর যানজট সমস্যা সমাধানে আমার মাথায় কিছু পরিকল্পনা রয়েছে। আমার নবনির্বাচিত পরিষদের সাথে বসে এসব ব্যপারে সিদ্ধান্ত নেব। আমরা চাই কম খরচে নগরবাসীর যাতায়াতের ব্যবস্থা করে দিতে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button