গুপ্তচর হত্যাচেষ্টা: দ্বিতীয় ব্যক্তির পরিচয় প্রকাশ
ইংল্যান্ডের সলিসবুরিতে বিষাক্ত রাসায়নিক দিয়ে সাবেক রুশ গুপ্তচর সেগের্ই স্ত্রিপালকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আলেক্সান্ডার মিশকিন। আলেক্সান্ডার পেত্রোভ নামে তিনি লন্ডন সফর করেন। একইসঙ্গে তিনি রুশ গোয়েন্দা সংস্থার সামরিক ডাক্তার বলেও জানায় গণমাধ্যমটি। আলেক্সান্ডারের স্ক্যান করা পাসপোর্ট ও তার পরিচিতদের সঙ্গে কথা বলে তাকে শনাক্ত করা হয়েছে।
এর আগে, সলিসবুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনাতলি চেপিগা নামের আরও একজন সন্দেহভাজন রুশ নাগরিকের নাম প্রকাশ করা হয়। তবে তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত মার্চে সলিসবুরির একটি পার্ক থেকে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সেগের্ই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
এই ঘটনায় যুক্তরাজ্য সরাসরি রাশিয়াকে অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। এই নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম মাত্রা নিয়েছে। এমনকি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।