‘আত্মহত্যা প্রতিরোধ মন্ত্রণালয়’ গঠন করেছেন থেরেসা মে
আত্মহত্যা এবং এর বিপর্যকর প্রভাব থেকে বাঁচতে নতুন আশার আলো
নাগরিকদের আত্মহত্যার প্রবণতা কমাতে ‘আত্মহত্যা প্রতিরোধ মন্ত্রণালয়’ গঠন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। লন্ডনে বিশ্বের ৫০টি দেশের অংশগ্রহণে আয়োজিত মানসিক স্বাস্থ্য সম্মেলনের প্রাক্কালে এ ঘোষণা দেন তিনি।
নতুন এ মন্ত্রণালয়ে মন্ত্রীর দ্বায়িত্বে থাকছেন জ্যাকি ডয়লে প্রাইস। এ খাতে নতুন করে আরো ২৪ লাখ ডলার ব্যয় করারও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যে প্রতি বছর সাড়ে চার হাজার মানুষ আত্মহত্যা করেন। এদের বেশিরভাগই পুরুষ।
কষ্টপীড়িত পুরুষদের নিয়ে কাজ করা সংগঠনগুলো এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছে।
‘ক্যাম্পেইন এগেইনস্ট লিভিং মিজার্যাবলি’ এর প্রধান নির্বাহী সায়মন গানিং বলেন, ‘মন্ত্রণলয় গঠন আত্মহত্যা এবং এর বিপর্যকর প্রভাব থেকে বাঁচতে নতুন আশার আলো।’