ডা: জাকির নায়েককে নাগরিকত্ব দিলেন মাহাথির

প্রখ্যাত ইসলামী স্কলার ও ধর্মপ্রচারক ডাক্তার জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

মাহাথির বলেন, যতদিন পর্যন্ত জাকির নায়েক মালয়েশিয়ায় সমস্যা সৃষ্টি না করছেন, ততদিন তাকে ভারতে ফেরানোর কথা ভাবছে না মালয়েশিয়া সরকার। কারণ জাকির নায়েককে ইতোমধ্যেই স্থায়ী নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়া সরকার। জাকির এদেশে আসার ফলে কোনো সমস্যা তৈরি হয়নি। স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পর তাকে ভারতের হাতে তুলে দেওয়া যাবে না।

এদিকে ভারতে ফিরছেন জাকির নায়ক সম্প্রতি এমন খবর দেশটির বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েলে এর প্রতিক্রিয়ায় জাকির নায়েক বলেন, এই মুহূর্তে আমি ভারতে ফিরছি না। ভারত এখন আমার জন্য নিরাপদ না। যদি কখনো মনে করি ভারত সরকার আমার সাথে সঠিক বিচার করছে তখনই আমি দেশে ফিরব।

এছাড়াও সম্প্রতি ভারত সফরে এসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সাগারান জানিয়েছিলেন, জাকির নায়েককে ফেরত পাঠানোর আবেদন করেন সুষমা স্বরাজ। তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button