ইউনাইটেড এয়ারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ ৩০শে জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ঠা ডিসেম্বর, দুপুর ১২টায়, হাফিজ কমপ্লেক্স, ১ ইস্ট দুপাদিঘির পাড়, সিলেটে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩রা অক্টোবর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি গত দুই অর্থবছরের ডেফার্ড ট্যাক্স বাদ দিয়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ঘোষণা করেছে ১.১০ টাকা। তবে ডেফার্ড ট্যাক্স বাদ না দিলে কোম্পানির ইপিএস হতো ১.৮৭ টাকা। গত ২ বছরের ডেফার্ড ট্যাক্স বাবদ ৩৯ কোটি ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা কোম্পানির আয় থেকে কর্তন করা হয়েছে। উল্লেখ্য, ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে সমাপ্ত অর্থবছরের আগের অর্থবছরে আর্থিক প্রতিবেদনে ডেফার্ড ট্যাক্স কর্তন না করার অভিযোগ তুলেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানির আর্থিক প্রতিবেদনে আয় থেকে ডেফার্ড ট্যাক্স কর্তন না করার বিষয়টি ডিএসই পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থার কাছে তুলে ধরে।
নিয়ন্ত্রক সংস্থা বিষয়টির ওপর একটি তদন্ত কমিটিও গঠন করেছিল। তারপর এ বিষয়ে আর কোন অগ্রগতি হয়নি। সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আয় থেকে একসঙ্গে গত দুই বছরের ডেফার্ড ট্যাক্স কর্তন করা হয়েছে। ফলে ডেফার্ড ট্যাক্স কর্তন করার মধ্য দিয়ে কোম্পানিটির বিরুদ্ধে ডেফার্ড ট্যাক্স না দেয়ার অভিযোগ অবশেষে নিষ্পত্তি হলো।