সিরিয়া প্রশ্নে মার্কিন-রুশ চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধংসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মধ্যে সম্পাদিত চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল রাতে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শামীম আহসান এনডিসি’র এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে ঢাকা আশা করে এ চুক্তি ও জাতিসংঘের উদ্যোগের মধ্য দিয়ে সিরিয়া ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব হবে। গত ১৪ই সেপ্টেম্বর জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৬ দফা পরিকল্পনা সই করেন। সেই অনুযায়ী সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে তার রাসায়নিক অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে এবং নভেম্বরের মধ্যে অস্ত্র বিশেষজ্ঞদের অবাধ পরিদর্শনের সুযোগ দিতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন তাদের লক্ষ্য, ২০১৪’র মাঝ নাগাদ সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র নষ্ট করে ফেলা। এ উদোগকে ব্যতিক্রমী এবং অসাধারণ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।