ভোটে বড় ধাক্কা খেলেন জার্মান চ্যান্সেলর
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সহযোগী দল দেশটির বাভারিয়া প্রাদেশিক নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা হারিয়েছে। ফলে, প্রকৃতপক্ষে, ক্ষমতায় নড়বড়ে অবস্থায় থাকা মার্কেল বড় ধাক্কা খেলেন।
রোববার দেশটির প্রাদেশিক নিবার্চনের ফলে এ চিত্র উঠে এসেছে। নির্বাচনে ১৯৫৭ সাল থেকে এককভাবে বাভারিয়া শাসন করে আসা কেন্দ্রীয় ডানপন্থি ‘ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন’ (সিএসইউ) বেশ কয়েকটি আসন হারিয়েছে। এর ফলে প্রাদেশিক পার্লােমেন্টে দলটির একক সংখ্যাগরিষ্ঠতা আর থাকছে না। সিএসইউ মার্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানির একটি সহযোগী দল।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার সিএসইউ পেয়েছে ৩৭ শতাংশ ভোট, যা গত নির্বাচনে ছিল ৪৭ শতাংশ। দ্বিতীয় স্থান পেয়েছে বামপন্থি দ্য গ্রিনস। তারা পেয়েছে, ১৮ শতাংশের মতো। এবারের নির্বাচনের পর প্রথম পার্লোমেন্টে যাচ্ছে অভিবাসীবিরোধী দল এএফডি। তারা ভোটে তৃতীয় হয়েছে।