বেলজিয়ামে সিটি কাউন্সিলর নির্বাচিত হলেন বাংলাদেশি মোতাহের
বেলজিয়ামের স্থানীয় সরকার নির্বাচনে সিটি কাউন্সিলর পদে প্রবাসী বাংলাদেশি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এই সিটি কর্পোরেশন নির্বাচনে এই প্রথম বাংলাদেশী কাউন্সিলর হয়েছেন।
বাংলাদেশি মোতাহের হোসেন রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে সিটি কাউন্সিলর নির্বাচিত হন। এর ফলে ইইউ’র অন্যতম সদস্য দেশ বেলজিয়ামে নতুন রেকর্ড স্থাপন করলো বাংলাদেশি বংশোদ্ভূতরা।
মোতাহের হোসেন চৌধুরী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। পিভিডিএ পার্টির পক্ষে লড়েন মোতাহের হোসেন চৌধুরী। তারা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
ইউরোপের এই দেশটিতে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এমন বিজয়ে সেদেশে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং এর ফলে ভবিষ্যতে অন্যান্য দেশেও বাংলাদেশীদের সাফল্যের পথ আরো প্রশস্ত হবে বলে আশা করছেন প্রবাসিরা।