শিকাগোর পার্কে অস্ত্রধারীদের গুলি : আহত ১২
যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি পার্কে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে ৩ বছরের এক শিশুসহ ১২ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শিকাগোর দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গুরুতর আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আহত আরও দুই জন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে, প্রাণহানির আশঙ্কা রয়েছে। শিকাগোর পুলিশ কর্মকর্তা আমিনা গ্রিয়ার বলেন, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে একটি চলন্ত গাড়িতে থাকা অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। সন্দেহভাজন কোন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জুলিয়ান হ্যারিস নামে এক ব্যক্তি ঘটনার বিবরণে জানান, ধূসর রঙের একটি সিডান গাড়িতে থাকা সশস্ত্র কয়েক ব্যক্তি তার দিকে ও ওই পার্কে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তিনি বলেন, তার ৩ বছর বয়সী ভাইয়ের ছেলেটির গালে গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। কিন্তু, কেন এ হামলা চালানো হলো সে ব্যাপারে প্রাথমিকভাবে কোন তথ্য উদঘাটন করতে পারেনি শিকাগো পুলিশ। এ হামলার পেছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।