ইউসুফ আল-কারযাভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মিশরের শীর্ষস্থানীয় সুন্নি আলেম শেখ ইউসুফ আল-কারযাভির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকার। মিশরের নিরাপত্তা বাহিনীর ওপর হত্যাকাণ্ডের উস্কানি ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে কাতারে বসবাসকারী এ আলেমের বিরুদ্ধে।
মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে আসছেন কারযাভি।
এদিকে, মিশরের সেনা অভ্যুত্থান-বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্স মিশরবাসীকে আজ থেকে সপ্তাহব্যাপী বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।
গত ৩ জুলাই ক্ষমতা থেকে উৎখাত করার পর মুরসিকে পুনর্বহালের দাবিতে তার সমর্থকরা নিয়মিত বিক্ষোভ-মিছিল করে আসছেন। এ পর্যন্ত বিক্ষোভ করতে গিয়ে শত শত মানুষ মারা গেছে। তবে, মুরসির দল ইখওয়ানুল মুসলিমিন বলছে- শুধু একদিনেই মারা গেছে ২,২০০ মানুষ।