ভুটানে পার্লামেন্ট নির্বাচনে বিরোধী দল জয়ী
ভুটানে গত শনিবার পার্লামেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। এতে ক্ষমতাসীন পিস অ্যান্ড প্রসপারিটি পার্টি (ডিপিটি) অপ্রত্যাশিতভাবে হেরে গেছে। জয় পেয়েছে প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। পিডিপি পেয়েছে ৩০ আসন। ডিপিটি পেয়েছে ১২ আসন। পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৪ আসন।
ভুটানের ইতিহাসে এটি দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচন। ৪৭ সদস্যের জাতীয় পরিষদের প্রথম নির্বাচনে ভোট নেওয়া হয় ২০০৮ সালে। এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট নেওয়া হয় গত মে মাসে। এতে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় পাঁচ রাজনৈতিক দলের মধ্যে তিনটি বাদ পড়ে।
ভুটানের জনসংখ্যা সাত লাখ ৩৮ হাজার। ভোটার সংখ্যা প্রায় তিন লাখ ৮২ হাজার। নির্বাচন শান্তিপূর্ণ করতে গতকাল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী। দেশজুড়ে ৮৫০টি ভোটকেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে। ২০০৭ সালে ভুটানে সংসদীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। পরে রাজা স্বতঃপ্রণোদিত হয়ে দেশ পরিচালনা থেকে রাজ পরিবারের ভূমিকা বাদ দেন। এ অবস্থায় ২০০৮ সালে প্রথম নির্বাচন হয়। সূত্র : এএফপি।