মিসরে সেনা অভিযানে ৮৫ জন মুরসি সমর্থক আটক
মিসরের কেরদাসা শহরে শুক্রবার অভিযান চালিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং ব্রাদারহুডের ৮৫ জন সমর্থককে আটক করেছে মিশরীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজধানী কায়রোর পার্শ্ববর্তী কেরদাসা শহরে তারা অবস্থান নেয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানায়, কেরদাসার পরিস্থিতি এখনো অস্থিতিশীল ।
সেনাবাহিনী অভিযোগ করেছে, কেরদাসা শহরে ব্রাদারহুড এবং মুরসি সমর্থরা আত্মগোপন করেছে। সম্প্রতি ওই এলাকায় সহিংসতা বেড়েছে বলে দাবি করছে তারা।
কায়রো বিশ্ববিদ্যালয়ে মুরসি সমর্থকদের সহায়তা এবং ওই অঞ্চলে সহিংসতার অভিযোগ আনা হয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে৷
এদেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ১৪০ জনকে ধরতে কেরদাশায় হেলিকপ্টার টহল দিয়েছে। তাদের গ্রেফতার না করা পর্যন্ত নিরাপত্তা বাহিনী বিশ্রাম নিবে না।
গত ৩ জুলাই মিশরের প্রথমবারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছে ব্রাদারহুড এবং মুরসি সমর্থকরা। গত মাসে মুরসি সমর্থকদের দমাতে ব্যাপক অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে অন্তত দেড় হাজার মুরসি সমর্থক নিহত হয়। সূত্র: রয়টার্স।