মার্কিন বাধা উপেক্ষা করে চীন গেলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
আমেরিকার বাধা উপেক্ষা করে অবশেষে চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বেইজিং থেকে নিজেই এ খবর নিশ্চিত করেছেন। চীন সফরে যাওয়ার ক্ষেত্রে আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল মার্কিন প্রশাসন।
মাদুরো তার নিজের ব্লগে এ কথা জানিয়েছেন, আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরো শক্তিশালী করার জন্য আমি এই মাত্র চীন পৌঁছালাম।
এ সফরে মাদুরো চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী মঙ্গলবার পর্যন্ত তার সফর চলবে। ভেনিজুয়েলার অর্থনৈতিক উন্নয়নে চীন দেশটিতে ৩,৬০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।
আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে চরম উত্তেজনার মাঝে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। মাদুরোকে চীন সফরে যাওয়ার সময় আমেরিকার আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল বলে কারাকাস অভিযোগ করেছে। একে নিজেদের জন্য অপমানজনক বলেও মনে করছে ভেনিজুয়েলা।
তবে, শুক্রবার আমেরিকা ভেনিজুয়েলার ওই অভিযোগ অস্বীকার করেছে।
এছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দেয়ার জন্য ভেনিজুয়েলার একটি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোর কথাও নাকচ করেছে আমেরিকা।