অবশেষে খাসোগি হত্যা নিয়ে মুখ খুললেন যুবরাজ
শেষ পর্যন্ত ন্যায়বিচারেরই জয় হবে
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাংবাদিক জামাল খাসোগি হত্যা প্রসঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি ওই হত্যাকাণ্ডকে ‘জঘন্য’ ও ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেন।
রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এক সম্মেলনে মোহাম্মদ বিন সালমান এসব কথা বলেন।
সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় খাসোগি হত্যাকাণ্ডকে ‘জঘন্য’ অভিহিত করে এর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জনসমক্ষে প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুবরাজ। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ড সৌদি আরববাসীর জন্য খুবই বেদনার। সারা বিশ্বের মানুষের জন্যই এটা বেদনার। এটা খুবই অপ্রয়োজনীয় ছিল।’
সৌদির প্রভাবশালী এই যুবরাজ আরো বলেন, ‘বিশ্বের কাছে আমরা প্রমাণ করব যে সৌদি আরব ও তুরস্ক এ দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধী যেই হোক, তাকে বিচারের আওতায় নিয়ে আসবে। শেষ পর্যন্ত ন্যায়বিচারেরই জয় হবে।’
তুরস্কের সঙ্গে আমাদের (সৌদি আরবের) খুব ভালো একটি সম্পর্ক আছে উল্লেখ করে যুবরাজ বলেন, ‘খাসোগি হত্যা তুরস্ক ও সৌদি আরবের পারস্পরিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তিনি আরো বলেন, আমরা চাই না, এ ঘটনার কারণে (জামাল খাসোগি হত্যাকাণ্ড) তা কোনোভাবেই বাধাগ্রস্ত হোক। যত দিন সালমান বিন আবদুল আজিজ আমাদের বাদশা, তত দিন তা হওয়ার কোনো সম্ভাবনা নেই।’