ব্রিটেনে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন
ব্রিটেনে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হবে। বছরে দুইবার দিবালোক সঞ্চয়ের ফলে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৮ অক্টোবর রোববার স্থানীয় সময় রাত ২টায় আরেকবার সময়ের পরিবর্তন করা হবে। স্থানীয় সময় যখন রাত ২টা তখন ঘড়িতে রাত হবে ১টা। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। এর আগে গত বছর ২৫ মার্চ ঘড়ির কাঁটা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, একইভাবে ২৯ অক্টোবর শীতকালে এক ঘণ্টা পেছানো হয়।