দ্যা সুপারহ্যাকার
হ্যাকারের জয়জয়কার। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সাইটগুলো হ্যাক করে প্রতিমাসে ৫০ হাজার মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছিলেন আর্জেন্টিনার ১৯ বছর বয়সী এক তরুণ। যদিও তাকে ধরতে পুলিশের এক বছরেরও বেশি সময় লেগেছে। তরুন এখন হাজতে।
‘দ্য সুপারহ্যাকার’ ছদ্মনামে ওই তরুণ তার ঘর থেকেই বিভিন্ন কম্পিউটার হ্যাক করতেন বলে জানিয়েছে পুলিশ।
সুপারহ্যাকারের বাবাও একজন কম্পিউটার বিশেষজ্ঞ। তাদের বাড়ির প্রায় সবাই এই লাভজনক ব্যবসায় জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার ঘর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন্ কম্পিউটার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে পুলিশ। সবগুলো প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদন্ড হতে পারে।