যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হচ্ছে টুইটার
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে এবার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আরেক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রাথমিক কাগজপত্র জমা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
টুইটার নিজস্ব পেজে এ তথ্য জানিয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানায়, আমরা অত্যন্ত দক্ষভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) জন্য কাগজপত্র জমা দিয়েছি।
তবে ঠিক কবে নাগাদ পুঁজিবাজারে টুইটার আসছে-এ বিষয়ে বিস্তারিত জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
গত বছর অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হওয়ার পর টুইটারের অন্তর্ভুক্তি নিয়ে মানুষের মাঝে আগ্রহ দেখা দেয়।
এদিকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে জানা যায়, কোনো প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে অন্তর্ভুক্তের লক্ষ্যে প্রস্পেকটাস প্রণয়নের জন্য ‘দ্রুত বিকাশমান’ প্রতিষ্ঠান হতে হয় এবং বাৎসরিক কমপক্ষে মুনাফা হতে হয়ে একশ কোটি ডলার।
মাইক্রোব্লগ হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু করে টুইটার। ২০১২ সালের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এ মাইক্রোব্লগের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি।